ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার ওপর মার্কিন চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

প্রকাশিত: ২২:৪৮, ৬ আগস্ট ২০২৫

রাশিয়ার ওপর মার্কিন চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির ওপর আক্রমণ বন্ধে বুধবার রাশিয়ার ওপর চাপ বৃদ্ধির জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মস্কো সফরকালে তিনি এ আহ্বান জানান।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। 

জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি৭-এর অস্ত্রাগারের সমস্ত শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।’ 

তিনি আরো জানান, ইউক্রেন রাজনৈতিক ইচ্ছাশক্তির আন্তরিকতা সম্পর্কে অবগত আছে, যুক্তরাষ্ট্রসহ যারা আমাদেরকে সাহায্য করছে, আমাদের সে সকল অংশীদার প্রচেষ্টার প্রশংসা করে।  

সজিব

×