ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীর মৃত্যু, প্রাণ গেল ৮ জনের

প্রকাশিত: ২৩:০১, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ২৩:০৩, ৬ আগস্ট ২০২৫

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীর মৃত্যু, প্রাণ গেল ৮ জনের

ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ঘানার প্রেসিডেন্টের কার্যালয়। সিএনএন-এর খবরে বলা হয়, বুধবার দুপুরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন।

পরে সন্ধ্যার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং এতে থাকা সবাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ঘানার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপসমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহসভাপতি স্যামুয়েল সারপং।

এছাড়া নিহতদের মধ্যে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, যিনি চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মহামার মন্ত্রিসভায় দায়িত্ব নেন। একই সঙ্গে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম মুরতালাও নিহত হয়েছেন।

ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ও সরকার নিহত মন্ত্রী, কর্মকর্তা এবং সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছে। পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।”

মিমিয়া

×