ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

হাসনাত-সারজিসসহ এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ১৯:৪৯, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১৯:৫৪, ৬ আগস্ট ২০২৫

হাসনাত-সারজিসসহ এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলীয় রাজনৈতিক পর্ষদকে অবহিত না করে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন পাঁচ কেন্দ্রীয় নেতা। এ ঘটনাকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে গণ্য করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন: ডা. তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম , নাসিরউদ্দিন পাটোয়ারি এবং খালেদ সাইফুল্লাহ।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান।

এ ঘটনায় দলীয় ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্র বলছে, এমন সময়ে রাজনৈতিক দায়িত্ব পালন না করে ভ্রমণে যাওয়া নেতাদের প্রতি দল অসন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নেওয়া হবে।

Jahan

×