
ছবি: সংগৃহীত।
সিম ডি-রেজিস্ট্রেশন মানে হলো আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে যে সিমগুলো নিবন্ধিত রয়েছে, তার মধ্য থেকে যেগুলো আপনি আর ব্যবহার করছেন না বা যেগুলোর মালিক আপনি নন, সেগুলোর নিবন্ধন বাতিল করা।
বর্তমানে একজন ব্যবহারকারীর নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের অনুমতি রয়েছে। এই সীমা পেরিয়ে গেলে নতুন সিম কিনতে বা রেজিস্ট্রেশন করতে সমস্যা হতে পারে। তাই যেসব সিম অপ্রয়োজনীয়, পুরোনো বা আপনার অজান্তে নিবন্ধিত, সেগুলো ডি-রেজিস্ট্রেশন করা জরুরি।
সিম ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে:
১. প্রথমে জানতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম নিবন্ধিত আছে।
- *১৬০০১# ডায়াল করুন → ফিরতি মেসেজে আপনার নামে নিবন্ধিত সব সিম নম্বর দেখতে পাবেন।
২. যদি দেখেন কোনো নম্বর আপনি ব্যবহার করছেন না বা আপনার না হয়, তাহলে:
- সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে (যেমন: ১২১) কল করুন।
- জাতীয় পরিচয়পত্র নম্বর ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর, অপারেটর সেই সিম ডি-রেজিস্ট্রেশন করে দেবে।
এছাড়াও চাইলে নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার বা ফ্র্যাঞ্চাইজি অফিসে গিয়ে সরাসরি আবেদন করেও সিম বাতিল করতে পারেন।
নুসরাত