ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ইউটিউব থেকে টাকা পেতে হলে কত সাবস্ক্রাইবার ও ভিউ দরকার?

প্রকাশিত: ১৭:৩২, ৫ আগস্ট ২০২৫

ইউটিউব থেকে টাকা পেতে হলে কত সাবস্ক্রাইবার ও ভিউ দরকার?

ছবি: সংগৃহীত

বর্তমান যুগে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎসও। তবে প্রশ্ন থেকে যায়—ইউটিউব থেকে টাকা আয় করতে হলে কত সাবস্ক্রাইবার ও কত ভিউ দরকার?

ইউটিউবের অফিসিয়াল নিয়ম অনুযায়ী, তাদের পার্টনার প্রোগ্রামে (YouTube Partner Program) যুক্ত হয়ে আয় করতে হলে একটি চ্যানেলকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো হলো:

🔹 ১ হাজার সাবস্ক্রাইবার:

আপনার চ্যানেলে অন্তত ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে।

🔹 ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম:

চ্যানেলটি গত ১২ মাসে কমপক্ষে ৪,০০০ ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম অর্জন করতে হবে।

অথবা

🔹 ১০ মিলিয়ন (১ কোটি) শর্টস ভিউ:

গত ৯০ দিনে যদি আপনার চ্যানেলের শর্টস ভিডিওগুলো ১০ মিলিয়ন বা তার বেশি ভিউ পায়, তাহলেও আপনি আয় করতে পারবেন।

🔹 ২-স্টেপ ভেরিফিকেশন ও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকা:

চ্যানেলে ২-স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না।

শর্তগুলো পূরণ হলেই আপনি ইউটিউব মনিটাইজেশন অন করার জন্য আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আয় করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু সাবস্ক্রাইবার বা ভিউয়ের সংখ্যা নয়, কনটেন্টের মান ও নিয়মিত আপলোডই হচ্ছে সফলতার চাবিকাঠি। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ ইউটিউবকে নিজের আয়–জীবনের অংশ বানাতে পারেন।

আসিফ

×