ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মানুষ যেখানে হেরে যায়, প্রযুক্তি সেখানেই জেতে; পর্বতে এআই’র বিস্ময় !

প্রকাশিত: ১২:১৮, ৫ আগস্ট ২০২৫

মানুষ যেখানে হেরে যায়, প্রযুক্তি সেখানেই জেতে; পর্বতে এআই’র বিস্ময় !

ছবি: সংগৃহীত

ইতালির আল্পস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ মনভিসোর উত্তরের ঢালে গত বছরের সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন ৬৪ বছর বয়সী চিকিৎসক নিকোলা ইভালদো। প্রাকৃতিক দুর্যোগ, বরফ, ঘন কুয়াশা সবকিছুকে পেছনে ফেলে অবশেষে মিলল তাঁর দেহ। আর এই অসম্ভবকে সম্ভব করল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি। গত ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে মনভিসোর প্রায় ৩,১৫০ মিটার উচ্চতায়, একটি হিমবাহের পাশে তিনটি গিরিখাতের ডানদিকের একটিতে পড়ে থাকা লাশ শনাক্ত করা হয়। কীভাবে? উত্তর হলো একটি হেলমেটের অস্বাভাবিক রঙ।

CNSAS (ইতালির ন্যাশনাল আলপাইন অ্যান্ড স্পেলিওলজিকাল রেসকিউ কর্পস) এর ড্রোন পাইলট সাভেরিও ইসোলা বলেন, “মঙ্গলবার সকালে দুইটি ড্রোন দিয়ে আমরা ৫ ঘণ্টায় ২৬০০টি ছবি তুলেছিলাম। এরপর সেই ছবিগুলো এআই সফটওয়্যারে বিশ্লেষণ করা হয়, এবং কিছু লাল রঙের পিক্সেল চিহ্নিত করে। সন্ধ্যার মধ্যেই সন্দেহজনক এলাকাগুলো চিহ্নিত করা যায়।”

এরপর আবহাওয়া একটু স্বাভাবিক হলে, ৪টা ভোরে অভিযান শুরু করে CNSAS টিম। ড্রোনের মাধ্যমে নিশ্চিত হয় যে পাথরের পাশে পড়ে থাকা বস্তুটি একজন মানুষ, যার মাথায় রয়েছে লাল হেলমেট। পরবর্তীতে উদ্ধার কাজের জন্য ফায়ার ব্রিগেডের হেলিকপ্টার মোতায়েন করা হয়। ড্রোন ও এআই প্রযুক্তি না থাকলে এই কাজটি মাসের পর মাস সময় নিত, এমনকি হয়তো কখনোই খুঁজে পাওয়া যেত না নিখোঁজ ব্যক্তিকে।

সাভেরিও ইসোলা আরও জানান, “গত ৫ বছর ধরে আমরা ড্রোন ব্যবহার করছি, আর গত দেড় বছর ধরে তাতে রঙ ও আকৃতি শনাক্ত করার মতো প্রযুক্তি যুক্ত করেছি। তবে টেকনোলজির পাশাপাশি প্রশিক্ষিত রেসকিউ টিমও জরুরি।”

এআই এখন শুধু ছবির রঙ বিশ্লেষণ নয়, থার্মাল ক্যামেরার মাধ্যমে জীবিত মানুষের তাপমাত্রাও শনাক্ত করতে পারে। এই প্রযুক্তিই ইতালির সার্দিনিয়ায় কয়েকজন পর্বতারোহীকে জীবিত উদ্ধারে সাহায্য করেছে, যাদের দড়ি আটকে গিয়েছিল এক পাথুরে দেয়ালে।

CNSAS এখন চায় এআই ও ড্রোনের সমন্বয়ে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নিখোঁজ পর্বতারোহীদের দুর্ঘটনার আগেই শনাক্ত করে উদ্ধার করতে পারে। “এই প্রযুক্তির অনেক উপাদানই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, যা আমরা রিসাইকেল করে কাজে লাগাচ্ছি,”  বলেন ইসোলা। এই ঘটনাই প্রমাণ করে যেখানে মানুষের চোখ থেমে যায়, সেখানেই এআই শুরু করে নতুন পথচলা।

সূত্র: WIRED Italy

আঁখি

×