ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মানিক মিয়া এভিনিউয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১১

প্রকাশিত: ১৬:২৯, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ১৬:৩০, ৫ আগস্ট ২০২৫

মানিক মিয়া এভিনিউয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১১

ছবিঃ সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) এবং আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

দগ্ধদের ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। সেখানে শোভাবর্ধনের জন্য প্রচুর গ্যাস বেলুন ফোলানো হয় এবং উপস্থিতদের মধ্যে তা বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে কয়েকজন বেলুন নিতে গিয়ে টানাটানি শুরু করলে হঠাৎ করে বেলুন বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা অন্তত ১১ জন দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে দগ্ধ ১১ জনকে আনা হয়েছে। তাদের সবারই হাত ও মুখের কিছু অংশে হালকা দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 
 

মারিয়া

×