
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের জনতার নেতা মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “গুম ও খুন হওয়া পরিবারের অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আজ সবার মাঝে আনন্দ থাকলেও আমার মাঝে কোনো আনন্দ নেই। কারণ, আমার সঙ্গে আন্দোলনে থাকা অনেকেই আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত ও আহত হয়েছেন। এখন তাদের কথা মনে পড়লেই আমার চোখে জল এসে যায়।”
স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত এক আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সজিব