ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:১২, ৫ আগস্ট ২০২৫

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মাহাবুল ইসলাম (৬০) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধে মাহাবুল ইসলাম সঙ্গে চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিকের ঝগড়া হয়। মাহাবুল বসত বিটায় ঘর নির্মাণ করতে চাইলে আবু বক্কর তাতে বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। দু'পক্ষের বিবাধে জেরে আবু বক্করের ছেলে জুনাইদ চাচাকে কিল-ঘুসি মারতে থাকেন। এতে মাহাবুল অচেতন হয়ে পড়েন। আশংঙ্কাজন অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ই ৭ জনকে আটক করা হয়েছে। 

 

রাজু

×