ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ত্রুটিপূর্ণ নির্বাচন ঠেকাতে আসছে নতুন নির্বাচনি মোবাইল অ্যাপ

প্রকাশিত: ২২:০০, ৫ আগস্ট ২০২৫

ত্রুটিপূর্ণ নির্বাচন ঠেকাতে আসছে নতুন নির্বাচনি মোবাইল অ্যাপ

দেশে নির্বাচন-সংক্রান্ত ত্রুটির কারণেই অতীতে যত সংঘাত ও সহিংসতা ঘটেছে, তা স্মরণ করিয়ে দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এমন বিভীষিকার পুনরাবৃত্তি আর চান না কেউই। তিনি বলেন, “ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কোনো দল যদি গায়ের জোরে ক্ষমতায় আসে, তার পরিণতি জাতি জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখেছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি গোষ্ঠী এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এমন পরিস্থিতিতে সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে।

নির্বাচনি পরামর্শের জন্য আসছে অ্যাপ

ড. ইউনূস জানান, “নির্বাচনসংক্রান্ত বিষয়ে নাগরিকদের পরামর্শ ও মতামত জানার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে। দ্রুতই এই অ্যাপ চালু করা হবে। যেকোনো আশঙ্কা, মতামত বা পরামর্শ অ্যাপের মাধ্যমে জানানো যাবে, যা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং সমাধানের উদ্যোগ নেব।”

যুব ও নারীদের অংশগ্রহণে জোর আহ্বান

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনি ইশতেহারে যেন কোনোভাবেই তরুণ ও নারীদের বাদ না দেওয়া হয়। যেসব তরুণ-তরুণী বাংলাদেশকে বদলে দিয়েছে, তারাই একদিন বিশ্বকে বদলে দিতে পারবে। রাজনৈতিক দলগুলোকে তাদের সেই সুযোগ করে দিতে হবে।”

নিরাপদ ও সম্মাননীয় ভোটের পরিবেশের অঙ্গীকার

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে প্রত্যেকে নিরাপদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো পক্ষ যেন কারও পছন্দকে অসম্মান না করে। মতের ভিন্নতা থাকবে, তবে সম্মান বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবেই, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই তাদের পরাজয় নিশ্চিত করবে।”

Jahan

×