
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের মাধ্যমে একটি নতুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তায় তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন ভোটকেন্দ্রে যাওয়ার আগে যেন জাতি সেই শহীদদের কথা মনে করে, যাদের রক্তের বিনিময়ে দেশের মানুষ আজ ভোটাধিকার ফিরে পেয়েছে।
ড. ইউনূস বলেন, “যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেবার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে।”
তিনি আরও বলেন, বহু বছর ধরে অনেকে ভোট দিতে পারেননি। এবার যেন কেউ পিছিয়ে না থাকে, যেন সবাই বলতে পারে "নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম।”
ড. ইউনূস আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে শান্তিপূর্ণ পরিবেশ, উৎসবমুখর অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য।
তিনি বলেন, “এই নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্য-আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে।”
সবার প্রতি আহ্বান জানিয়ে ইউনূস বলেন, আগামীকাল থেকেই যেন সকলেই মানসিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করেন, যাতে করে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়।
Jahan