ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় পেছাল

প্রকাশিত: ১২:১২, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১২:১৩, ৬ আগস্ট ২০২৫

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় পেছাল

ছবিঃ সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের আদেশ ঘোষণার দিন একদিন পিছিয়ে বৃহস্পতিবার  নির্ধারণ করা হয়েছে। 

বুধবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৩০ জুলাই রিভিউ আবেদনের শুনানি শেষ হয় এবং আদেশের জন্য বুধবার দিন ধার্য ছিল। আদালতে আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২৭ এপ্রিল এই রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও রাষ্ট্রীয় পদমর্যাদায় অন্তর্ভুক্তির আবেদন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নির্ধারণ করে রায় দেন, যা ২০১৬ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। ওই রায়ে জেলা জজদের সচিবদের সমমর্যাদায় ১৬ নম্বরে এবং অতিরিক্ত জেলা জজদের ১৭ নম্বরে রাখা হয়। এ পদমর্যাদা শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রযোজ্য।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রণীত ও ২০০০ সালে সংশোধিত 'ওয়ারেন্ট অব প্রিসিডেন্স' চ্যালেঞ্জ করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ২০১০ সালে হাইকোর্টে রিট করে। হাইকোর্ট ওই ওয়ারেন্ট বাতিল করে আট দফা নির্দেশনা দেয়।

নোভা

×