ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২৩:৪২, ৫ আগস্ট ২০২৫

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে  শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম শহীদ স্মৃতি স্তম্ভে সর্বপ্রথম ফুলের শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। 

এরপর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর মহানগেরর আমীর আব্দুল জব্বার, এনসিপির, নাগরিক ঐক্য পরিষদ ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা সহ নারায়ণগঞ্জের  সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে,অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। যেখানে দেশের প্রতিটি স্তরে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে।  

পরে শহীদদের রুহের মাগফেরাত ও জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

Jahan

আরো পড়ুন  

×