
ছবি: সংগৃহীত
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মিয়া সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা থেকে সাত বন্ধুর একটি দল মঙ্গলবার কুয়াকাটার উদ্দেশে রওনা দিয়ে আজ সকালে সেখানে পৌঁছায়। পরে তারা সৈকতের শূন্য পয়েন্ট সংলগ্ন পশ্চিম পাশে গোসলে নামেন। এ সময় হঠাৎ করে প্রবল ঢেউয়ের তোড়ে তিনজন সাগরের গভীরে ভেসে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দু'জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সামাদ সিদ্দিকীকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ সামাদের সঙ্গীরা জানান, পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ স্রোতের তীব্রতা বেড়ে যায়। এর ফলে তিনজন ভেসে গেলে দু’জনকে টেনে তোলা গেলেও সামাদ হারিয়ে যান চোখের সামনে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিট। টিম লিডার শাহাদাত হোসেন জানান, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। পটুয়াখালী থেকে বিশেষ ডুবুরি দলকেও আনা হচ্ছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ না উদ্ধার হয়, ততক্ষণ অভিযান চলবে বলেও জানান তিনি।
আসিফ