
ছবি: জনকণ্ঠ
প্রতিবছর বর্ষা মৌসুমে ভারত থেকে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় তীরবর্তী নিম্নাঞ্চল। এতে নদী পাড়ের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। এবারের বন্যায়ও ব্যতিক্রম হয়নি। এই দুর্যোগে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সকালে জেলার রাজপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, “এবারের বন্যায় কোনো পূর্বাভাস না থাকায় মানুষ সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। ফলে দুর্গত প্রতিটি পরিবার জীবন-জীবিকা নিয়ে চরম মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই সংকটে লালমনিরহাট জেলা বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি তেল প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ইকবাল হোসেন, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন তিস্তাপাড়ের দুর্গত বাসিন্দারা।
আবির