
ছবি: সংগৃহীত।
পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে জুঁই খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জলেশ্বর ম্যধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুঁই ওই গ্রামের জুয়েল হোসেনের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির উঠোনে খেলছিল জুঁই। পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করেই শিশুটিকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা বড়াল নদে জুঁইয়ের নিথর দেহ ভেসে উঠলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
মিরাজ খান