ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করেই হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি, জনসমুদ্রে রূপ নেয় আয়োজন

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৬, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১৬:৪৬, ৬ আগস্ট ২০২৫

বৃষ্টি উপেক্ষা করেই হবিগঞ্জে বিএনপির বিশাল র‌্যালি, জনসমুদ্রে রূপ নেয় আয়োজন

ছবিঃ সংগৃহীত

বৃষ্টিকে উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির র‌্যালি। ‘শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি’ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে এই বিশাল র‌্যালি শহরে বের করা হয়।

বেলা ২টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে রুক রুক বৃষ্টি চললেও সেটি যেন দলীয় নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনাকে একটুও দমাতে পারেনি। হাজার হাজার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি জনসমুদ্রে রূপ নেয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিমসহ আরও অনেকে।

র‌্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আলহাজ জি কে গউছ। তিনি বলেন, "১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই। এই নির্বাচন হবে জনগণের বিজয়ের নির্বাচন। কারণ বিএনপি হলো জনগণের দল। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা আবার সরকার গঠন করব।"

তিনি আরও বলেন, "চক্রান্তকারীরা সবসময়ই সক্রিয় থাকে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রে আমরা বিভক্ত না হই। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।"

দিনভর আয়োজনে জেলা শহরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে, যা নতুন নির্বাচনী আবহ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

মারিয়া

×