ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার হয়ে লড়ছে পাকিস্তানি ও চীনা সেনারা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ৫ আগস্ট ২০২৫

রাশিয়ার হয়ে লড়ছে পাকিস্তানি ও চীনা সেনারা!

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ভাড়াটে সেনারা।

খারকিভ অঞ্চলের ভোভচানস্ক সীমান্তে ফ্রন্টলাইন সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এই তথ্য জানান। সেখানে তিনি ৫৭তম ব্রিগেডের ১৭তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সৈন্যদের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি জানান, "আমাদের সেনারা জানিয়েছে, রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার কিছু দেশের ভাড়াটে যোদ্ধারা। আমরা এর উপযুক্ত জবাব দেব।"

এই ভয়াবহ যুদ্ধ ইতোমধ্যেই লাখো প্রাণ কেড়ে নিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে। জেলেনস্কি বলেন, "আমি এখানে এসে গর্বিত। আমাদের সাহসী সেনাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছি। আপনারা দেশ ও জনগণের জন্য যুদ্ধ করছেন, একে অপরকে সহায়তা করছেন। ধন্যবাদ আপনাদের সাহসের জন্য।"

তিনি আরো জানান, সামনের সারির যুদ্ধ পরিস্থিতি, ড্রোনের সরবরাহ ও ব্যবহার, সেনা নিয়োগ এবং অর্থায়ন নিয়ে অধিনায়কদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তানবুলে একাধিক বৈঠক করেছেন। সর্বশেষ বৈঠকে ১,২০০ বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

তবে যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, দ্রুত যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর "অত্যন্ত কঠিন শুল্ক" আরোপ করবেন। তিনি তার পূর্বঘোষিত সময়সীমা ৫০ দিন থেকে কমিয়ে ১০-১২ দিনে এনেছেন।

এর মধ্যেই মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপনোহিরস্কে রাশিয়ার হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলের ১০টি এলাকায় মোট ৪০৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী।

মুমু ২

×