ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা

প্রকাশিত: ১৬:৪৩, ৫ আগস্ট ২০২৫

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় সাতমা-ধলাই নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্তও নিখোঁজ শ্রমিকদের খোঁজ মেলেনি।

নিখোঁজ দুই শ্রমিক হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের কদ্দছু তালুকদারের ছেলে মারুফ মিয়া (২৫) ও আব্দুল গফুরের ছেলে জিয়া (২৩)। আহত শ্রমিকের নাম আব্দুল হক (৪৫), তিনিও একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, শ্রমিকরা সুনামগঞ্জের ছাতক থেকে বালু বোঝাই করে মোহনগঞ্জের আদর্শনগরের দিকে যাচ্ছিলেন। আদর্শনগর বাজার সংলগ্ন সাতমা-ধলাই নদী পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকার মালিক আব্দুল হক সাঁতরে তীরে উঠলেও মারুফ ও জিয়া পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে মঙ্গলবার সকালে তাদের সঙ্গে ময়মনসিংহের বিশেষ ডুবুরি দল যোগ দেয়। কিন্তু বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান মেলেনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূরে আলম এবং মোহনগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা বজলুর রহমান জানান, “নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তারা আরও বলেন, নৌকাটিতে মাত্র তিনজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে একজন জীবিত উদ্ধার হয়েছেন, বাকিরা এখনো নিখোঁজ।

শেখ ফরিদ 

×