
ছবি:সংগৃহীত
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহরে একটি বিজয় র্যালির আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে র্যালিটি কলাবাগান এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা প্রমুখ।
নেতারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থান এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। এই অভ্যুত্থান প্রমাণ করে, ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই পারে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তুলতে। তারা বলেন, সেই চেতনা ধারণ করেই বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আয়োজকরা জানান, এই দিবসটি শুধু একটি তারিখ নয়; বরং বর্তমান রাজনৈতিক সংকটে ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের এক প্রতীকী দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। ভবিষ্যতের আন্দোলনের জন্য এই দিবসের প্রেরণা নতুন করে পথ দেখাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি ও সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়।
মারিয়া