ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শিবালয়ে এখনো গ্রেপ্তার হয়নি শহীদ রফিককে হত্যাকারী পুলিশ সদস্য

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ |

প্রকাশিত: ১৯:৫৬, ৫ আগস্ট ২০২৫

শিবালয়ে এখনো গ্রেপ্তার হয়নি শহীদ রফিককে হত্যাকারী পুলিশ সদস্য

২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ৫ আগস্ট শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ রফিকের হত্যাকারী পুলিশ সদস্যদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বাবা রহিজ উদ্দিন। তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে শহীদ পরিবারের সম্মেলন অনুষ্ঠানে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন ছাড়াও বক্তব্য রাখেন শহীদ সায়েদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিনের মা তাসলিমা খাতুন, শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই সাদিকুল ইসলাম এবং শহীদ সাফিক উদ্দিনের পিতা নাসির উদ্দিন।

এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিও জানানো হয়।

এর আগে সকাল ৯টায় শিবালয়ের রুপসা গ্রামে শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে মানিকগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন শুরু হয়। শহীদ রফিকের কবরে শ্রদ্ধা জানান মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াছমিন খাতুন ও শহীদ রফিকের বাবা মো. রহিজ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকদল সভাপতি আনিসুর রহমান, বিএনপি মানিকগঞ্জ জেলা আহ্বায়ক সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাতেম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে শহীদ হন ২৪ বছরের যুবক, স্থানীয় যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। কৃষক পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন এই তরুণ। ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল তাঁর বাবা-মা এখনও ডুকরে কাঁদেন।

সজিব

×