ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার হুমকিতে ঘুম হারাম হোয়াইট হাউজে, পুতিন দিলেন পাল্টা চাবুক

প্রকাশিত: ২১:৪৯, ৫ আগস্ট ২০২৫

রাশিয়ার হুমকিতে ঘুম হারাম হোয়াইট হাউজে, পুতিন দিলেন পাল্টা চাবুক

যুক্তরাষ্ট্রের প্রতি পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়ে ভয়ানক এক পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক হুমকির পরই মার্কিন প্রশাসনে দেখা দেয় তীব্র উদ্বেগ পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 ভুল পদক্ষেপে ভাঙল ৩৮ বছরের চুক্তি

ট্রাম্পের নির্দেশে রাশিয়ার সীমান্তের কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করাকে মস্কো দেখেছে সরাসরি হুমকি হিসেবে। এর জবাবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সরে এসেছে ১৯৮৭ সালে সই হওয়া INF (Intermediate-Range Nuclear Forces) চুক্তি থেকে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য “বর্তমান পরিস্থিতি ৮৭ সালের মতো নয়। ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।”

চুক্তিটির মূল শর্ত ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কখনো একে অপরের দিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে না। কিন্তু আগস্টের শুরুতে ট্রাম্প ঘোষণা করেন, তিনি দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যদিও এতে অস্ত্র বহন করা হয়েছে কি না তা স্পষ্ট করেননি।

ক্রেমলিনের প্রতিক্রিয়া ও সতর্কতা

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যেকোনো বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর। এসব নিয়ে অহেতুক আলোচনায় না যাওয়াই ভালো, কারণ তা শুধু উত্তেজনা বাড়ায়।”

 ‘আল্টিমেটাম গেম’ খেলছেন ট্রাম্প?

জুলাইতেই মেদভেদেভ ট্রাম্পকে ‘আল্টিমেটাম গেম’ খেলার জন্য সতর্ক করেছিলেন। তার বক্তব্য ছিল, প্রতিটি আল্টিমেটাম আসলে যুদ্ধের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। তিনি বলেন, “রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখিয়ে ইউক্রেন যুদ্ধ থামানো যাবে না।”

 আলোচনার সম্ভাবনা, কিন্তু সংকট গভীর

মার্কিন দূত স্টিভ উইটকফ শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য। তিনি আগেও একাধিকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মস্কো বলছে, “ওয়াশিংটনের হুমকি ও নিষেধাজ্ঞার রাজনীতি শান্তির কোনো বাস্তব সমাধান আনবে না।”

Jahan

×