ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়: খন্দকার আবু আশফা

বিপ্লব ঘোষ, দোহার, নবাবগঞ্জ

প্রকাশিত: ০০:০১, ৬ আগস্ট ২০২৫

মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়: খন্দকার আবু আশফা

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, “মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে চাইলেও তা পারেনি। শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণে একটি সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এখনো যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের জন্য শেখ হাসিনা সরকারের পতন একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।”

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে’ বিজয় শোভাযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক আরও বলেন, “গত ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার প্রকট আন্দোলনের মুখে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ছিল। দীর্ঘদিনের জুলুম-অত্যাচার ও সীমাহীন দুর্নীতির জবাব ছিল কোটা আন্দোলন। এ আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা শহীদ হয়েছেন, বহু ছাত্র-জনতা আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে দিনটি স্মরণ করছি।”

তিনি বলেন, “ছাত্র-জনতার সমন্বয়ে যে গণঅভ্যুত্থান বাংলার মাটিতে রচিত হয়েছিল, তার সম্মান আমরা যথাযথভাবে অক্ষুণ্ন রাখবো। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে, স্বৈরতন্ত্রের বিদায় ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।”

বিজয় শোভাযাত্রায় নবাবগঞ্জ উপজেলা বিএনপিসহ ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

দিনটিকে স্মরণ করতে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা ফটক হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ ফটকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু।

মিমিয়া

×