
আজ ৫ আগস্ট মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্দেশনায় বেলাব উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীনের নেতৃত্বে এই বিশাল র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লেঃ কর্নেল (অবঃ) জয়নুল আবেদীন বলেন, “প্রায় দুই হাজার শহীদ এবং প্রায় ত্রিশ হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা গত বছরের এই দিনে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে।”
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূঁইয়া, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঁইয়া, উপজেলা বিএনপির নেতা মশিউজ্জামান মুশি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, যুবদল নেতা মাহালম মিয়া সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিমিয়া