ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. এ. খালেক 

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন

নিজস্ব সংবাদদাতা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১০:৪১, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১০:৪১, ৬ আগস্ট ২০২৫

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন

ছবিঃ সংগৃহীত

৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাঞ্ছারামপুর কলেজ মাঠে এক বিশাল বিজয় র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম. এ. খালেক পি. এস. সি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বিজয় র‍্যালিটি বাঞ্ছারামপুর উপজেলার মাতুর বাড়ি মোড় থেকে শুরু হয়ে কলেজ মাঠে পথসভায় পরিণত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর এস. এম. সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী দবির উদ্দিন, জেলা বিএনপি নেতা ব্যারিস্টার নাসের খান অপু, বিএনপি নেতা সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ এবং ভিপি মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, যুবদলের সদস্য সচিব জিসান সরকার, ইব্রাহিম সরকার, ফাহাদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

এম এ খালেক পিএসসি বলেন, ‘৫ আগস্টের এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিজয়ের এই দিনটি আমাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। আগামী নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন। বাঞ্ছারামপুর ধানের ঘাঁটি ছিল, আগামী দিনেও থাকবে।’

বক্তারা, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী  দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।’

নোভা

×