ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নতুন বাংলাদেশের বর্ষপূর্তিতে বরিশালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী মহড়া

নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৩:১২, ৬ আগস্ট ২০২৫

নতুন বাংলাদেশের বর্ষপূর্তিতে বরিশালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী মহড়া

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে অনুষ্ঠিত আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে সব দলের মধ্যে ছিলো নির্বাচনী শক্তির মহড়া। বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পৃথক কর্মসূচি পালন করলেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে তাদের কর্মসূচি পালন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

এ অনুষ্ঠানকে ঘিরে ৫ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল-১ আসনের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সর্বত্র প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করা নেতাকর্মীদের মাঝে ছিলো উৎসবের আমেজ।

সকালে প্রচণ্ড তাপদাহ ও বিকেলে বৃষ্টির মধ্যে ভিজে পৃথকভাবে আনন্দ মিছিল এবং সমাবেশকে ঘিরে বরিশাল-১ আসনে ভিন্নরকম নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিলো।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পৃথক আনন্দ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করলেও কোনো মিছিল কিংবা সমাবেশে উপস্থিতির কমতি ছিলো না।

এরমধ্যে সকালে প্রচণ্ড তাপদাহের মধ্যে কর্মসূচিতে গৌরনদীতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে মিরাজ ফকির নামের এক বিএনপি নেতা হিটস্ট্রোক করে মারা গেছেন। মৃত মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

এছাড়াও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বিএনপির আরো ১২জন কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এক মাসে গণঅভ্যুত্থান হয়নি: ইঞ্জিনিয়ার সোবহান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সমর্থনে ৫ আগস্ট বেলা এগারোটায় আগৈলঝাড়া উপজেলা সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কয়েক হাজার নেতাকর্মীদের সাথে বাদ্যযন্ত্র নিয়ে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিল শেষে আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, এক মাসে গণঅভ্যুত্থান হয়নি। দীর্ঘ ১৭ বছর ধরে এ আন্দোলন চলেছে। প্রবাসে থেকেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেছেন, শুধু জুলাই নয়; গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের সব স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই বিএনপির লড়াই।

আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম।

ঐক্যের বিকল্প নেই: কুদ্দুসুর রহমান

একইদিন বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগের ত্যাগ ও আন্দোলনের পথ অতিক্রম করে আমরা ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন স্বাধীন বাংলাদেশ রক্ষায় ইস্পাত-কঠিন ঐক্যের কোনো বিকল্প নেই।

গণসমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল হোসেন।

হাসিনার পলায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে: স্বপন

একইদিন সকালে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতার সংগ্রামের বিজয়ের মধ্য দিয়ে এবং শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে আজকের এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। শেষে দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় মিছিল বের করা হয়।

এছাড়াও একইদিন বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।

একইদিন বিকেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-১ আসনের প্রার্থী রাসেল সরদার মেহেদীর নেতৃত্বে বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

খোকন আহম্মেদ হীরা/রাকিব

×