ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

এবার ট্রাম্পের নামে আবাসিক সনদের আবেদনে বিহারজুড়ে তোলপাড়!

প্রকাশিত: ১৫:১৮, ৬ আগস্ট ২০২৫

এবার ট্রাম্পের নামে আবাসিক সনদের আবেদনে বিহারজুড়ে তোলপাড়!

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে ভুয়া আবেদনের হিড়িকের মধ্যে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি ভুয়া আবাসিক (বাসিন্দা) সনদের আবেদন! ঘটনাটি ঘটেছে বিহারের সামস্তিপুর জেলার মহিউদ্দিননগর এলাকায়, যা রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গত ২৯ জুলাই অনলাইনে দাখিল করা হয় একটি বাসিন্দা সনদের আবেদন—যেখানে আবেদনকারীর নাম হিসেবে দেওয়া হয়েছে Donald Trump, ঠিকানায় লেখা হয়েছে—গ্রাম: হাসানপুর, ওয়ার্ড নং: ১৩, পোস্ট: বকরপুর, থানা: মহিউদ্দিননগর, জেলা: সামস্তিপুর। ছবিতেও ব্যবহার করা হয়েছে ট্রাম্পের আসল ছবি। আবেদনটি নথিভুক্ত হয়েছে আবেদন নম্বর BRCCO/2025/17989735-এ।

আবেদন যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান, আবেদনপত্রে ব্যবহৃত ছবি, আধার নম্বর, বারকোড ও ঠিকানা—সব কিছুতেই জালিয়াতির ছাপ স্পষ্ট। ফলে মহিউদ্দিননগরের সার্কেল অফিসার (CO) আবেদনটি সঙ্গে সঙ্গেই বাতিল করেন।

তিনি জানান, এটি ইচ্ছাকৃতভাবে প্রশাসন ও ডিজিটাল সিস্টেমকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে করা হয়েছে। এটি আইটি আইনের গুরুতর লঙ্ঘন—এমন অভিযোগে ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার অপরাধ দমন শাখা আবেদনকারীর আইপি অ্যাড্রেস ও লগ-ইন তথ্য শনাক্তে কাজ শুরু করেছে।

এটাই প্রথম নয়। বিহারে এর আগেও ‘ডগ বাবু’, ‘নিতীশ কুমারী’, এমনকি ‘সোনালিকা ট্র্যাক্টর’ নামেও ভুয়ো সনদের আবেদন পাওয়া গেছে। এসব ঘটনা বিহারের পাটনা, নালন্দা, পূর্ব চম্পারণসহ একাধিক জেলায় দফায় দফায় ঘটেছে।

প্রশাসন বলছে, এসব ঘটনা অনলাইন আবেদনের যাচাই ব্যবস্থার ত্রুটিকে স্পষ্ট করে দিচ্ছে। ফলে অনলাইন পোর্টাল ব্যবহারে এখন কেওয়াইসি (KYC) যাচাইয়ের আরও কঠোর প্রক্রিয়া এবং প্রযুক্তিগত অডিট চালুর চিন্তা-ভাবনা চলছে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

আরো পড়ুন  

×