
ছবি- দৈনিক জনকণ্ঠ
পঞ্চগড়ের বোদায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বোদা ধানহাটি মাঠ থেকে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিজয় মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির ভাষণে ফরহাদ আজাদ বলেন, অন্তবর্তী সরকারকে বলতে চাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন। আমরা জানি, ৭১ এর পরাজিত শক্তি যারা আগামী নির্বাচনেও পরাজিত হবে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। পরিষ্কার করে বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তা না হলে অতীতে আন্দোলন করেছি আবারো রাজপথে নামতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, এখনো ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।
এসময় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর সাংগঠনিক আব্দুল্লাহ অনু প্রমুখ।
বিজয় র্যালী ও সমাবেশে বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নোভা