ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

প্রকাশিত: ১২:২২, ৬ আগস্ট ২০২৫

২৫ বছরের মধ্যে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

ছবি: সংগৃহীত

ব্রিটেনভিত্তিক বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি (ব্রিটিশ পেট্রোলিয়াম) ব্রাজিলে গত ২৫ বছরে সর্ববৃহৎ তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে।  

বর্তমানে জীবাশ্ম জ্বালানি খাতে পুনরায় মনোনিবেশের প্রক্রিয়ায় থাকা বিপির জন্য এই আবিষ্কারকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কোম্পানিটি জানায়, তারা ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে ৪০৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৩৭২ মিটার গভীরে তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে।

বিপির উৎপাদন ও পরিচালনা বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গর্ডন বিরেল বলেন, ‘আমাদের অনুসন্ধান দলের জন্য এটি একটি ব্যতিক্রমী সাফল্যের বছর হিসেবে যুক্ত হলো, যা আমাদের আপস্ট্রিম খাত সম্প্রসারণে অঙ্গীকারেরই প্রমাণ।’

চলতি বছরে এটি বিপির দশম আবিষ্কার। সর্বশেষ এই আবিষ্কারের ঘোষণা আসার পর লন্ডনের শেয়ারবাজারে বিপির শেয়ারের দাম এক শতাংশেরও বেশি বেড়ে যায়।

সূত্র: রয়টার্স

তাসমিম

×