
ছবি: সংগৃহীত
নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই। ২০২৬ নাগাদ এ স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জোবি অ্যাভিয়েশন সফলভাবে পূর্ণমাত্রার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি আগামী ছয় বছরের জন্য দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনার একচেটিয়া অধিকার পেয়েছে। জোবির তৈরি ই-ভিটিওএল বিমানগুলো পুরোপুরি বৈদ্যুতিক এবং পরিবেশবান্ধব।
দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সিইও আহমেদ হাশিম বাহরুজিয়ান গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, এটি কোনো ট্রায়াল নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস এই এয়ার ট্যাক্সি পরিসেবার অবকাঠামো গড়ে তুলছে। চারটি প্রধান ভার্টিপোর্ট নির্মাণ করা হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (এমিরেটস ভবনের পাশে), পাম জুমেইরাহ, দুবাই মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই-এর কাছে।
প্রতিটি এয়ার ট্যাক্সিতে একজন পাইলটসহ চারজন যাত্রী এবং লাগেজ পরিবহনের ব্যবস্থা থাকবে। একটানা ২০০ কিলোমিটার রেঞ্জ এবং ৩০০ কিমি/ঘণ্টা গতিসীমা থাকায় আবুধাবি, রাস আল খাইমাহ বা ফুজাইরাহ যাওয়া যাবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই।
গালফ নিউজ
তাসমিম