ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

চীনের ভয়াবহ বন্যা

বন্যায় ডুবে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, চিৎকার করে বললেন: ‘আমার স্ত্রীকে আগে বাঁচান’

প্রকাশিত: ১২:৪৯, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১২:৫০, ৬ আগস্ট ২০২৫

বন্যায় ডুবে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, চিৎকার করে বললেন: ‘আমার স্ত্রীকে আগে বাঁচান’

ছবিঃ সংগৃহীত

চীনের ভয়াবহ বন্যায় স্বামী-স্ত্রীর এক হৃদয়স্পর্শী মুহূর্ত এখন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। একটি ভিডিওতে দেখা যায়, স্বামী প্রাণপণ অনুরোধ করছেন উদ্ধারকারীদের—“আমার স্ত্রীকে আগে বাঁচান, তিনি সাঁতার জানেন না।”

ঘটনাটি ঘটেছে উত্তর চীনে, যেখানে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। ওই দম্পতি সেই বন্যার পানিতে আটকা পড়েছিলেন।

চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম South China Morning Post (SCMP) জানিয়েছে, ভিডিওতে স্বামীকে বলতে শোনা যায়, “আমার স্ত্রীকে আগে বাঁচান। সে সাঁতার জানে না। আমি ঠিক আছি, আমি সাঁতার জানি। আপনারা শুধু ওকে আগে নিরাপদে নিয়ে যান।”

উদ্ধারকারীরা প্রথমে স্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর স্বামীকে উদ্ধারের জন্য আহ্বান করেন। পরে উভয়কে নিরাপদে উদ্ধার করে তোলা হয় এবং দেখা যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভেঙে পড়েন।

উদ্ধার পাওয়ার পর স্বামী, যার পদবী লিউ, বলেন, “তখন আমরা খুবই ভীত ছিলাম। বিয়ের পর গত ১০ বছরে এটি ছিল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি।”

তিনি আরও বলেন, “আমার স্ত্রী কান্না করছিলেন, কারণ তিনি সাঁতার জানেন না। একজন পুরুষ হিসেবে আমার প্রথম চিন্তা ছিল—আমার স্ত্রীকে আগে বাঁচাতে হবে।”

তিনি সাহসী উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

ইমরান

×