ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বদলে যাচ্ছে হিমালয়ের মেঘ, আকাশে বিষাক্ত ধাতুর ছায়া

প্রকাশিত: ১৩:৫৫, ৬ আগস্ট ২০২৫

বদলে যাচ্ছে হিমালয়ের মেঘ, আকাশে বিষাক্ত ধাতুর ছায়া

ছবি: সংগৃহীত

হিমালয় পর্বতমালার মেঘে মিলছে ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত ভারী ধাতু। ভারতের বোস ইনস্টিটিউট পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও শিল্পায়নের প্রভাবে হিমালয়ের মতো প্রাচীন ও সংবেদনশীল অঞ্চলেও পরিবেশগত বিপর্যয় ঘনিয়ে আসছে।

গবেষণায় দেখা গেছে, মহারাষ্ট্রের মহাবালেশ্বর অঞ্চলের মেঘে দার্জিলিংয়ের তুলনায় দ্বিগুণ পরিমাণে ক্যাডমিয়াম, তামা ও দস্তার মতো বিষাক্ত ধাতু পাওয়া গেছে। পূর্ব হিমালয়ের মেঘে পশ্চিম হিমালয়ের তুলনায় দেড় গুণ বেশি দূষণের প্রমাণ মিলেছে।

বোস ইনস্টিটিউটের গবেষকরা জানান, মেঘের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকা এসব ভারী ধাতু বাতাসে ছড়িয়ে গিয়ে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। এর ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কার্সিনোজেনিক (ক্যানসার সৃষ্টিকারী) রোগের আশঙ্কা।

গবেষকেরা আশঙ্কা করছেন, হিমালয়ের আশপাশের শিল্পাঞ্চল ও যানবাহন থেকে নির্গত দূষিত কণাগুলো পাহাড়ের পাদদেশ থেকে উপরে উঠে মেঘের সঙ্গে মিশছে। পরে এই মেঘ বৃষ্টির মাধ্যমে বিষাক্ত উপাদান ছড়িয়ে দিচ্ছে, যা হিমালয়ের পানিপ্রবাহে পরিবর্তন আনতে পারে এবং জলজ বাস্তুতন্ত্রেও প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞানীদের মতে, হিমালয় দীর্ঘদিন ধরে তার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আসলেও বর্তমান বাস্তবতায় এটি ক্রমেই হুমকির মুখে পড়ছে। পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ, এখনই কঠোর নিয়ন্ত্রণ ও গবেষণাভিত্তিক পদক্ষেপ না নিলে হিমালয়ের এই নীরব দূষণ ভয়াবহ রূপ নিতে পারে।

 

সূত্র: এনডিটিভি।

রাকিব

×