
ছবি: সংগৃহীত
ফোনে কেউ গোপনে নজরদারি করছে না তো—এমন শঙ্কা এখন অমূলক নয়, কারণ নানা উপায়ে আপনার অজান্তেই ফোনে ‘স্পাই অ্যাপ’ ইনস্টল হয়ে যেতে পারে, বিশেষ করে অজানা লিঙ্কে ক্লিক করা বা কিউআর কোড স্ক্যান করার সময়।
এই ধরনের অ্যাপ একবার ঢুকে পড়লে ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে। এমন স্পাই অ্যাপ আছে কি না বোঝার কিছু সহজ উপায় হলো—ফোন বেশি গরম হওয়া, ব্যবহার না করলেও ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া, অস্বাভাবিকভাবে ডেটা ব্যবহার বেড়ে যাওয়া, ফোন কলের সময় প্রতিধ্বনি বা অদ্ভুত শব্দ শোনা, নিজের অজান্তে নতুন অ্যাপ দেখা যাওয়া বা অহেতুক বিজ্ঞাপন আসা এবং ফোন নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়া।
এ সব লক্ষণ দেখা গেলে ফোনের সেটিংস থেকে অ্যাপ ম্যানেজার খুলে অচেনা বা সন্দেহজনক নামের অ্যাপ মুছে ফেলুন। প্রাইভেসি সেটিংসে গিয়ে দেখে নিন কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশন অ্যাক্সেস পাচ্ছে, প্রয়োজনে অনুমতি বাতিল করুন। আরও নিশ্চিত হতে গুগল প্লে স্টোরে গিয়ে Play Protect অপশন চালু করে স্ক্যান করলে জানা যাবে, ফোনে কোনও স্পাই অ্যাপ রয়েছে কি না।
শিহাব