ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আপনার ফোনে এই সতর্কতা দেখলে কোনো অ্যাপ ইনস্টল করবেন না!

প্রকাশিত: ১২:২৮, ৬ আগস্ট ২০২৫

আপনার ফোনে এই সতর্কতা দেখলে কোনো অ্যাপ ইনস্টল করবেন না!

ছবি: প্রতীকী

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) উইন্ডোজ ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, গুগল ক্রোমের নকল আপডেট বা ইনস্টলেশন র‍্যানসমওয়্যার আক্রমণের জন্য পথ খুলে দিতে পারে। এবার একই ধরনের সতর্কতা জানানো হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য।

এফবিআই’র সর্বশেষ #StopRansomware পরামর্শে বলা হয়েছে, নকল ক্রোম ব্রাউজার ইনস্টলেশন একটি দূর থেকে নিয়ন্ত্রণ করা ট্রোজান (RAT) হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীর ডিভাইসে লুকিয়ে থেকে আক্রমণ চালায়।

সাইবার নিরাপত্তা সংস্থা ক্লিফি জানিয়েছে, ‘PlayPraetor’ নামে একটি অ্যান্ড্রয়েড RAT দ্রুত ছড়াচ্ছে। এটি চীনা ভাষাভাষী হ্যাকারদের তৈরি এবং ব্যাংকিং অ্যাপ ও ক্রিপ্টো ওয়ালেট লক্ষ্য করে। এই ম্যালওয়্যার নকল অ্যাপ ইনস্টল বা আপডেট পেজের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীকে ফাঁকি দেয়।

ক্লিফি বলছে, এই বটনেটের সংক্রমণ সপ্তাহে ২ হাজারের বেশি বেড়ে চলেছে। এটি একটি চীনা ভাষার কমান্ড ও কন্ট্রোল (C2) প্যানেল থেকে নিয়ন্ত্রিত হয়, যা হাজার হাজার URL ব্যবহার করে বৈশ্বিক মাত্রায় ছড়িয়ে পড়ছে।

এফবিআই জানিয়েছে, ম্যালওয়্যার নির্মাতারা নকল গুগল প্লে স্টোর পেজ তৈরি করে ব্যবহারকারীকে ম্যালিসিয়াস অ্যাপ ডাউনলোড করানোর চেষ্টা করছে। অ্যান্ড্রয়েডের Accessibility Services ব্যবহার করে তারা ব্যাংকিং অ্যাপের ওপর ওভারলে দেয় এবং লগইন তথ্য চুরি করে।

ক্লিফি জানিয়েছে, এই ম্যালওয়্যার প্রায় ২০০টি ব্যাংকিং অ্যাপ এবং ক্রিপ্টো ওয়ালেটকে টার্গেট করছে। হাজার হাজার ভিন্ন URL ব্যবহার করে আক্রমণকারীরা অর্থনৈতিক ক্ষতি করতে কাজ করছে।

সতর্কতা এবং পরামর্শ:

  • গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল বা আপডেট করবেন না।
  • আপনার ফোনে অবশ্যই Play Protect চালু রাখুন।
  • কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করার আগে URL ভালো করে যাচাই করুন। যদি URL হয় play.google.com এর বাইরে, তাহলে সেটা হতে পারে ফাঁদ।
  • সন্দেহ হলে ডাউনলোড বা ইনস্টল বাটনে ক্লিক করবেন না।

ক্লিফি বলছে, ‘PlayPraetor’ বিশ্বব্যাপী আর্থিক জালিয়াতির জন্য একটি বড় হুমকি। তাই ব্যবহারকারীদের এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা জরুরি।

আপনার ফোন নিরাপদ এবং তথ্য সুরক্ষিত রাখতে এই সতর্কতাগুলো মেনে চলা আবশ্যক।

 

সূত্র: ফোর্বস।

রাকিব

×