
ছবি: সংগৃহীত
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অফিসিয়াল কাজ হোক কিংবা বিনোদন, ল্যাপটপ ছাড়া যেন এক মুহূর্তও চলে না। তবে একটি সাধারণ প্রশ্ন অনেক ব্যবহারকারীর মনে ঘোরে— ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করলে কি সেটির ক্ষতি হয়?
বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ল্যাপটপের ব্যাটারি ব্যবস্থাপনা অনেক উন্নত। ল্যাপটপের ব্যাটারি শতভাগ চার্জ হয়ে গেলে চার্জিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত চার্জ প্রবাহিত হয় না। ফলে চার্জে রেখে ব্যবহারে তাৎক্ষণিক কোনো ক্ষতির আশঙ্কা কম।
তবে দীর্ঘদিন এভাবে ব্যবহার করলে ব্যাটারির সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে চাইলে মাঝেমধ্যে চার্জ থেকে খুলে শুধুমাত্র ব্যাটারির শক্তিতে চালানো এবং ২০-৮০ শতাংশ চার্জের মধ্যে ব্যাটারি রাখার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা।
এছাড়া যারা ল্যাপটপ একটানা অনেক ঘণ্টা চালান, তাদের জন্য ভালো মানের কুলিং সিস্টেম ব্যবহার করাও জরুরি, কারণ অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।
অর্থাৎ, ল্যাপটপ চার্জে রেখে চালানোতে সরাসরি কোনো ক্ষতি না হলেও নিয়মিত ব্যবস্থাপনার দিকে খেয়াল না রাখলে ডিভাইসের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা থেকে যায়।
আসিফ