ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কিশোরগঞ্জের বাজিতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

প্রকাশিত: ২০:১৯, ৫ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জের বাজিতপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ এক বিজয় র‍্যালি বের করা হয়। ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালি করেছে দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি।

দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীমের তত্ত্বাবধানে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাসন মিয়া ও সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদের পতন হয়েছে গতবছর এই দিনে। এদেশে আর কোনো দিন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে না। বিগত আওয়ামী জুলুমবাজ সরকার দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে।

আফরোজা

×