ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২০:০২, ৫ আগস্ট ২০২৫

আখাউড়ায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন। এর আগে রাত ২টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের বর্ধনবাড়ি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১৬-১৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে সড়কের পাশে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে কসবা উপজেলার আড়াইবাড়ি গ্রামের মৃত আঃ হালিমের ছেলে আক্তার হোসেন (৪০) কে হাতেনাতে আটক করা হয়। বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, রামদা, কিরিচ ও ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আক্তারের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, ১৬-১৭ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে সড়কের পাশে অবস্থান করছিল বলে খবর পায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে একজনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

রাজু

×