ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না

প্রকাশিত: ১৬:৩৫, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১৬:৩৭, ৬ আগস্ট ২০২৫

এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না

ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আসুন, আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই—এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। আমরা সকল নাগরিকের প্রতি মর্যাদাশীল থাকব, তিনি যেই পরিচয়েরই হোন না কেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, আপনাদের আহ্বানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম। জুলাই অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশের যে অভূতপূর্ব সম্ভাবনা জাগ্রত হয়েছে, তাকে এগিয়ে নিতে আপনারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন। গত ১২ মাস ধরে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে জুলাইয়ের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি।

সূত্রঃ https://web.facebook.com/ChiefAdviserGOB/posts/pfbid02XGwcNRRYVZzMs8xAWDveV3wqUpRxi3o64niaxha46gcKdLf9JeKB4dJwEppbEMQXl

ইমরান

আরো পড়ুন  

×