ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু, এলাকায় শোকের মাতম

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১২:৩৭, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১২:৩৮, ৬ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু, এলাকায় শোকের মাতম

ছবিঃ সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছেন।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাহারকে আনার জন্য মাইক্রোবাস ভাড়া করা হয়।

বেঁচে ফেরা প্রবাসী বাহার উদ্দিন ও আবদুর রহিম জানান, ঘুম চোখে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলার পরও তিনি গাড়ি থামিয়ে সামান্যও বিশ্রাম নেননি। এর আগে কুমিল্লায় একবার দুর্ঘটনা থেকে বেঁচে এসেছিল সবাই। কিন্তু বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেন। গাড়িটি তাৎক্ষণিক ডুবেনি, ধীরে ধীরে ডুবতে থাকে। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও তিনি তা করেননি। তবে নিজে গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যান। কাউকে বাঁচানোর চেষ্টাও করেননি।

একপর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসেন। তবে বাঁচতে পারেননি বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকে পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

ইমরান

×