
ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মানবিক সহায়তা কার্যক্রম।
বুধবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের বাগান বিলাস অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে ১৪টি অসহায় ও দুঃস্থ পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে একটি পরিবারকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপহার দেওয়া হয় একটি সেলাই মেশিন।
এ ছাড়া ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।
জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন এখন আরও দৃঢ় হয়েছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, খাগড়াছড়ি জোন শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহমর্মিতাপূর্ণ উদ্যোগকে পার্বত্য এলাকার মানুষের জন্য একটি বড় আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।
আসিফ