
ছবিঃ প্রতীকী অর্থে
মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা রোডে বিল্লাল নার্সারির সামনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ৭-৮ জনের ডাকাত দলটি পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে সটকে পড়ে। সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী মহিষাখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত জানান, সশস্ত্র ডাকাত দলটি তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, একই গ্রামের আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের ৫ হাজার টাকা, রেজিয়া খাতুনের কাছ থেকে ৭০০ টাকা, মিন্টুর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা, ধানখোলা গ্রামের মহব্বত আলীর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা, মিন্টুর কাছ থেকে ৯ হাজার ৭০০ টাকা এবং আড়পাড়া গ্রামের কুরসিয়া খাতুনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা লুট করে। এছাড়া আরও অনেক পথচারীর কাছ থেকে ডাকাতরা নগদ টাকা লুট করে নেয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুটকৃত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
ইমরান