ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আমাকে দলে টানতে না পেরে ওরা সামাজিক মাধ্যমে হেনস্তার চেষ্টা করছে: বাঁধন

প্রকাশিত: ১২:৪১, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ১২:৪২, ৬ আগস্ট ২০২৫

আমাকে দলে টানতে না পেরে ওরা সামাজিক মাধ্যমে হেনস্তার চেষ্টা করছে: বাঁধন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বিরুদ্ধে ছড়ানো হলো ডিপফেক ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিগুলোর বেশ কিছুতে তাকে বোল্ড লুকে উপস্থাপন করা হলেও, খেয়াল করলে সহজেই বোঝা যায়—সেগুলো সম্পাদিত এবং ভুয়া। 

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাঁধন নিজেই। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ছবিগুলো এডিটেড। ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তার চেষ্টা করা হয়, এটা তারই একটি অংশ—এর বাইরে কিছু নয়।”

তিনি আরও বলেন, “আসলে কেউই সমালোচনা নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়, অন্য পক্ষ খুশি হয়। আবার কাউকে নিয়ে সমালোচনা করলেও সহ্য হয় না—তখন তারাও ক্ষিপ্ত হয়। আমাকে দলে টানতে না পেরে এসব করা হচ্ছে।”

উল্লেখ্য, গতকাল ৫ আগস্ট ছিল ‘জুলাই বিপ্লব’-এর প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরশাসনের। আন্দোলনের শুরু থেকেই দৃশ্যমান ছিলেন আজমেরী হক বাঁধন। কখনো শিল্পী সমাজের ব্যানারে, কখনো ব্যক্তিগতভাবে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন তিনি। বৈষম্য-বিরোধী সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিলেন দৃঢ় কণ্ঠে।

আসিফ

×