ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এএসএম আঃ হালিম 

গণ-অভ্যুত্থান ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে

নিজস্ব সংবাদদতা, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ২৩:৫২, ৫ আগস্ট ২০২৫

গণ-অভ্যুত্থান ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে

গত বছর ৫ আগস্ট চুড়ান্ত বিজয় অর্জিত হওয়ায় গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। তারা চায়, নিজেদের বিশ্বাস ও আদর্শ নিয়ে নির্বিঘ্নে জীবনযাপন করতে। প্রতিটি মানুষ যেন যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পান, এবং নিরাপদ ও বৈষম্যহীন জীবন যাপন করতে পারেন। সে দিক থেকে সকলকে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

৫ আগস্ট (মঙ্গলবার) জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা আয়োজন করে।

ইসলামপুর অডিটোরিয়াম আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপি সহ সভাপতি হেলাল উদ্দিন।

এ সময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুল হক,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, উপজেলা সেচ্ছা সেবক দল সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক কায়েশ প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে একটি বিশাল বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

রাজু

×