ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শীর্ষ ধনীদের সম্পদ লুকানো যে দেশে নেই কোনো সেনাবাহিনী

প্রকাশিত: ০১:৫২, ৬ আগস্ট ২০২৫

শীর্ষ ধনীদের সম্পদ লুকানো যে দেশে নেই কোনো সেনাবাহিনী

বিশ্বের বাকি দেশের মতোই সেনাবাহিনী, আধুনিক অস্ত্র বা বড় বিমানবন্দর নিয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত নয় লিস্টেনস্টাইন। এই ছোট্ট পাহাড়ি দেশটির আয়তন মাত্র ১৬০ বর্গকিলোমিটার, যেখানে জনসংখ্যাও মাত্র ৪০ হাজার। বাংলাদেশের একটি মাঝারি উপজেলার থেকেও ছোট এই দেশটির কিছুতেই অভাব নেই।

লিস্টেনস্টাইন, ইউরোপের সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত, একটি রহস্যময় এবং সম্পদে সমৃদ্ধ রাজ্য। এখানে সেনাবাহিনী নেই, কারণ ১৮৬৮ সালেই দেশটি যুদ্ধ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে। সুইজারল্যান্ড তাদের নিরাপত্তা দায়িত্বভার গ্রহণ করেছে এবং বিমানবন্দর না থাকলেও নিকটস্থ এয়ারপোর্ট সুইজারল্যান্ডেই গাড়িতে এক ঘণ্টার পথ।

বিশ্বের ধনীরা নিজেদের টাকা লুকিয়ে রাখতে লিস্টেনস্টাইনের ব্যাংককে ভরসা করেন। কারণ এখানে কর হার অত্যন্ত কম এবং গোপনীয়তা বজায় রাখা হয়। সরকারের জটিলতা কম হওয়ায় কেউ কয়েক দিনের মধ্যে কোম্পানি গঠন করতে পারেন, যা কর ফাঁকির জন্য ব্যবহার হয়। তাই লিস্টেনস্টাইনকে “ট্যাক্স হেভেন” বা করের অভয়ারণ্য হিসেবে খ্যাতি লাভ করেছে।

ছোট্ট হলেও লিস্টেনস্টাইনের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। শিক্ষার হার প্রায় শতভাগ, স্বাস্থ্যসেবার মান ইউরোপীয় মানের সমতুল্য, আর রাস্তাঘাট এত পরিষ্কার যে যেন ছবি থেকে কেটে আনা। অপরাধও খুবই কম।

এই শান্তিপূর্ণ ছোট্ট রাজ্যের নাম এখনও আলোচনায় আসে বিশ্ব অর্থনীতির গোপন শক্তি এবং নিরাপত্তার নিদর্শন হিসেবে।

Jahan

×