ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ আসিফের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর 

প্রকাশিত: ০১:১২, ৬ আগস্ট ২০২৫; আপডেট: ০১:১২, ৬ আগস্ট ২০২৫

নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ আসিফের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন 

শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কেরেঙ্গাপাড়া গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় তার কবরের পাশে গাছের চারা রোপণ করা হয়।

পরে উপজেলা প্রশাসন বনাম শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালিত হয় স্থানীয় স্কুল মাঠে। খেলায় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফাইজুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ, শহীদ পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মীরপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন গার্মেন্টসকর্মী মো. আসিফ মিয়া। তিনি নালিতাবাড়ী উপজেলার কেরেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
 

 

রাজু

×