ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

রাবি ও রুয়েটে বর্ণাঢ্য আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিজয় উদযাপন

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ০০:০৮, ৬ আগস্ট ২০২৫

রাবি ও রুয়েটে বর্ণাঢ্য আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিজয় উদযাপন

ঐতিহাসিক জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ছাত্র-জনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে তালাইমাড়ি মোড়ে গিয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

বিজয় র‍্যালি শুরুর পূর্বে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন,
“আজকে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমাদের হিসাব মেলানোর দিন। এক বছরের যে উল্লাস-উদ্দীপনা, আনন্দ ছিল, সেটা ছিল একটি নতুন সম্ভাবনাকে ঘিরে। সেই সম্ভাবনার পথে আমরা কতটুকু এগোতে পারলাম, কতটুকু পারলাম না এই সমস্ত হিসাব-নিকাশ আজ করার দরকার আছে।”

তিনি র‍্যালিটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ র‍্যালি হিসেবে উল্লেখ করেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ১০টায় বিজয় র‍্যালি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে রুয়েটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর রুয়েট হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন,
“জুলাই আন্দোলন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো যদি এই পরিবর্তনের নেতৃত্ব দেয়, তাহলে নিশ্চয় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।”

এসময় পৃথকভাবে অনুষ্ঠিত দুটো র‍্যালিতেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির র‍্যালি আয়োজন করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে শুরু হয়ে তালাইমাড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত র‍্যালিতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মিমিয়া

×