ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কিডনি ক্যানসার উপেক্ষা নয়, এই ৫টি প্রাথমিক লক্ষণে সাবধান হোন

প্রকাশিত: ০১:২৬, ৬ আগস্ট ২০২৫

কিডনি ক্যানসার উপেক্ষা নয়, এই ৫টি প্রাথমিক লক্ষণে সাবধান হোন

ছবি: সংগৃহীত

কিডনি ক্যানসার, নীরব ঘাতক হিসেবে পরিচিত একটি প্রাণঘাতী রোগ। প্রাথমিক অবস্থায় এটি খুব একটা উপসর্গ না দেখালেও, শরীরে কিছু সতর্কবার্তা দেয় যা উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হতে পারে। জেনে নিন কিডনি ক্যানসারের এমন ৫টি প্রাথমিক লক্ষণ, যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

১. প্রস্রাবে রক্ত দেখা দেওয়া

প্রস্রাবে রক্তের উপস্থিতি (Hematuria) কিডনি ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি। এটি অনেক সময় চোখে দেখা না গেলেও, ইউরিন টেস্টে ধরা পড়ে। যদি প্রস্রাবের রঙ গোলাপি, লাল বা কোকাকোলার মতো হয়ে থাকে, অবহেলা করবেন না।

২. এক পাশে পিঠে বা কোমরে ব্যথা

পিঠের নিচের দিকে, বিশেষ করে এক পাশে অস্পষ্ট ও নিরবিচার ব্যথা অনুভূত হলে তা কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে। ক্যানসার বড় হলে আশপাশের টিস্যু বা নার্ভে চাপ তৈরি করে ব্যথার সৃষ্টি করতে পারে।

৩. হঠাৎ ওজন কমে যাওয়া এবং ক্ষুধামান্দ্য

অযথা ওজন কমে যাওয়া, স্বাভাবিক খাবারেও অনীহা বা ক্ষুধা না লাগা এগুলো অনেক সময় দেহে ক্যানসারের উপস্থিতির সংকেত দেয়। কিডনি ক্যানসারেও এমন পরিবর্তন দেখা দিতে পারে।

৪. দীর্ঘস্থায়ী জ্বর

নির্দিষ্ট কারণ ছাড়া দীর্ঘদিন ধরে হালকা জ্বর থাকলে তা দেহে থাকা কোনো প্রদাহ বা ক্যানসারজনিত প্রতিক্রিয়া হতে পারে।

৫. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা

দীর্ঘ সময় ক্লান্ত বোধ করা, অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া এসব উপসর্গ কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে ক্যানসার শরীরে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) তৈরি করলে এমন হতে পারে।

এই লক্ষণগুলোর একটি বা একাধিক যদি আপনার মধ্যে দেখা দেয়, তা মানেই অবশ্যই ক্যানসার হয়েছে এমন নয়। তবে উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনধারা এবং ধূমপান ও অতিরিক্ত ওষুধ সেবন থেকে বিরত থাকাই কিডনি ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আঁখি

×