ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিবাহভিত্তিক গ্রিন কার্ডে কড়াকড়ি: ভুয়া সম্পর্ক রোধে কঠোর যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:২১, ৫ আগস্ট ২০২৫

বিবাহভিত্তিক গ্রিন কার্ডে কড়াকড়ি: ভুয়া সম্পর্ক রোধে কঠোর যুক্তরাষ্ট্র

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিবাহভিত্তিক গ্রিন কার্ডের নিয়ম আরও কঠোর করা হয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) নতুন এক নির্দেশিকায় জানায়, এখন থেকে পরিবারভিত্তিক অভিবাসন আবেদন—বিশেষ করে দম্পতিদের গ্রিন কার্ড আবেদনে—বিশদ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভুয়া সম্পর্কের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার অপচেষ্টা রোধ করাই ইউএসসিআইএসের মূল লক্ষ্য। এনডিটিভির খবরে বলা হয়েছে, “শুধুমাত্র প্রকৃত দাম্পত্য সম্পর্ক রয়েছে এমন আবেদনকারীদেরই যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে।”

নতুন নির্দেশিকা কী বলছে?
২০২৫ সালের ২ আগস্ট ইউএসসিআইএস তাদের ‘ফ্যামিলি বেইজড ইমিগ্রেন্টস’ পলিসি ম্যানুয়ালে এই হালনাগাদ নিয়মাবলি প্রকাশ করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন নিয়ম এখন থেকে নতুন আবেদন ছাড়াও পূর্বে জমা পড়া কিন্তু এখনো নিষ্পত্তি না হওয়া আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ইউএসসিআইএস জানিয়েছে, “প্রতারক, সুযোগসন্ধানী কিংবা অন্য কোনোভাবে অযোগ্য অভিবাসন আবেদনকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারিবারিক ঐক্য ক্ষুণ্ণ হয় এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিতাড়নের ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব।”

যেসব বিষয় এখন কঠোরভাবে বিবেচনা করা হবে:

নতুন নীতিমালায় যে বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা হলো:

  • বৈধ বিবাহের প্রমাণ: যেমন যৌথ ছবি, আর্থিক নথি, ব্যাংক হিসাব, বাসা ভাড়া বা বাড়ির মালিকানার কাগজ, এবং বন্ধু-আত্মীয়দের প্রত্যয়নপত্র।
  • বাধ্যতামূলক সাক্ষাৎকার: আবেদনকারী ও তার জীবনসঙ্গীকে শারীরিকভাবে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে যাতে সম্পর্কের সত্যতা যাচাই করা যায়।
  • আগের আবেদন পর্যালোচনা: একজন আবেদনকারী বা স্পন্সর পূর্বে আর কারও জন্য আবেদন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
  • অভিবাসন ইতিহাস তদন্ত: যারা এইচ-ওয়ানবি বা অন্যান্য ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করছেন, তাদের অতীত অভিবাসন ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।
  • বিতাড়নের নোটিশ: যদি দেখা যায় আবেদনকারী ভিসার জন্য অযোগ্য বা বিতাড়নযোগ্য, তাহলে এমনকি গ্রিন কার্ড অনুমোদিত হলেও তাকে Notice to Appear (NTA) দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

বাংলাদেশসহ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
এই নির্দেশিকা বিশেষ করে মার্কিন নাগরিকদের বিদেশি জীবনসঙ্গীদের (যেমন বাংলাদেশের কেউ) স্পন্সর করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। এখন থেকে সম্পর্কের প্রামাণ্য দলিল ছাড়া শুধুমাত্র বিবাহসনদ যথেষ্ট হবে না। এমনকি সামান্য অসঙ্গতিও হতে পারে আবেদন বাতিল বা বিতাড়নের প্রক্রিয়ার কারণ।

ইউএসসিআইএসের বার্তা
“বৈধ বিবাহ ও পারিবারিক সম্পর্ক যাচাইয়ের ক্ষেত্রে আবেদন যেন সঠিক, যাচাইযোগ্য ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—এই নতুন নীতিমালায় সেই সক্ষমতা আরও বাড়ানো হয়েছে,” জানায় ইউএসসিআইএস।

আলীম

×