
ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও নাজিরপুর উপজেলার পাঁচ শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিএনপির নেতাকর্মী, ছাত্রদল ও স্থানীয় গ্রামবাসী।
পরে মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামের বাসচালক শহীদ আবু জাফর এবং বেতমোর রাজপাড়া ইউনিয়নের শহীদ মামুন খন্দকারের সমাধিতে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা প্রশাসক আশরাফুল আলম খান ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের শহীদ এমদাদুল হক, নাজিরপুর উপজেলার শহীদ রফিকুল ইসলাম ও শহীদ হাফিজুল শিকদারের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মিমিয়া