
নরসিংদীর রায়পুরা উপজেলার বীর শহীদ রাহাত হোসেন শরীফের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তিনি শহীদ রাহাতের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি), এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদ রাহাত হোসেন শরীফের পরিবারের সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় বক্তারা শহীদ রাহাতের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের জন্য তার অবদানের গুরুত্ব তুলে ধরেন।
মিমিয়া